চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম ইকবাল হোসেন। শনিবার গভীর রাতে নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজ্জুদ্দীন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ্জুদ্দীন বাজারে অভিযান চালিয়ে ইকবাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রাশেদুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া ইকবাল একটি বেসরকারি টেলিফোন কোম্পানীর ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মচারী। চাকরির পাশাপাশি সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। কক্সবাজার থেকে ইয়াবার বড় বড় চালান এনে তা নগরীর পাইকারে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার