মেয়াদোত্তীর্ণ, অননুমোদিত ওষুধ সংরক্ষণ ও মুদ্রিত মূল্য মুছে দেওয়ায় চট্টগ্রাম নগরের চারটি ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার নগরের বায়েজিদ ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অভিযানে ছিলেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।
মুহাম্মদ হাসানুজ্জামান জানান, বায়েজিদ থানার আরেফিন নগরের আলম মেডিক্যাল হলকে ওষুধের মূল্য ঘষামাজা করায় ২ হাজার টাকা, জনসেবা মেডিসিন সেন্টারকে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ৩ হাজার টাকা, সেইফ জোন মেডিসিনকে অননুমোদিত ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করায় ২০ হাজার টাকা জরিমানাসহ এসব ওষুধ ধ্বংস করা হয়। সলিমপুর এলাকার ইসলাম ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা ওষুধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১০ হাজার টাকা জরিমানাসহ ওষুধ ধ্বংস করা হয়। এ ছাড়া আরেফিন নগর এলাকার মক্কা স্টোরকে মেয়াদবিহীন পণ্য, অননুমোদিত রং, হাইড্রোজ, তেলাপোকাযুক্ত ময়দা রাখায় ১০ হাজার টাকা, খন্দকার স্টোরকে ৩ হাজার টাকা, সততা স্টোরকে অননুমোদিত রং রাখায় ৫ হাজার টাকা, আকবরশাহ থানার ফকির হাটের সিরাজ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার