নগরীকে স্ক্যাভেটর মেশিনের চাপায় এক শিশু মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নামে মো. সজিব।
আজ বুধবার সকালে নগরীর খুলশী থানাধীন ওয়্যারলেস গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ওয়্যারলেস এলাকায় একটি স্ক্যাভেটর খননের কাজ করার সময় শিশু সজিবকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর