২৫ অক্টোবর, ২০২০ ২০:৩৯

চট্টগ্রামে করোনা পরবর্তী এন্টিবডি উপস্থিতি নির্ণয়ে গবেষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে করোনা পরবর্তী এন্টিবডি উপস্থিতি নির্ণয়ে গবেষণা

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পর শরীরের এন্টিবডির উপস্থিতি ও রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ণয় নিয়ে গবেষণা শুরু করা হয়েছে। রবিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ গবেষণা কাজ শুরু করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান। ‘সেরোপ্রিভিল্যান্স অফ সার্চ-২ কোভিড-১৯ এন্ডিবডি এমাং আরটি-পিসিআর পজিটিভ প্যাসেন্ট ইন দ্যা পোর্ট সিটি অফ বাংলাদেশ : এ  ক্রস সেকশনাল স্টাডি’ শীর্ষক গবেষণা জরিপ পরিচালনা করবেন জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পার্সন ডা. মো. আবদুর রব মাসুম ও  ডা. হামিদুল্লাহ মেহেদী। আগামী ছয় মাস পর্যন্ত জেনারেল হাসপাতালে আগত করোনা আক্রান্ত হয়ে সুস্থা হওয়া রোগীদের মধ্যে এ গবেষণা জরিপ পরিচালিত হবে।

ডা. হামিদুল্লাহ মেহেদী বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর রোগীর শরীরে এন্টিবডি আছে কিনা, এন্টিবডি তৈরি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে কিনা এবং আগামীতে আবারও করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা- এসব বিষয়ে গবেষণা জরিপ পরিচালিত হবে। জেনারেল হাসপাতালে আসা রোগীদের মধ্যে গবেষণা চলবে।’ 
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ এখনো আছে, কখন শেষ হবে তা বলার বা বুঝার সুযোগ নেই। আক্রান্ত হয়ে সুস্থ হওয়া রোগীদের মধ্যে গবেষণা জরিপ পরিচালনা করা দীর্ঘমেয়াদী চিকিৎসা ও চিকিৎসা ব্যবস্থার জন্য জরুরি।’        

বিডি প্রতিদিন/ মজুমদার

সর্বশেষ খবর