চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পানওয়ালা পাড়ার নাসিমা মনজিল থেকে সুপ্তা মল্লিক (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১২টায় লাশটি উদ্ধার করা হয়।
ওই গৃহবধূর স্বামীর নাম বাসু দেব। সুপ্তা মল্লিক রাঙামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে। তিনি নাসিমা মনজিলের ৪র্থ তলার একটি কক্ষে ভাড়া থাকতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘পানওয়ালাপাড়া এলাকায় সুপ্তা মল্লিক নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর