চট্টগ্রামে বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ১৫ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নগরের কাজীর দেউড়ি কাঁচা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে অংশ নেন বিএসটিআই’র পরিদর্শক মুকুল মৃধা ও ফিল্ড অফিসার আব্দুল মান্নান।
জরিমানা দাতা বিক্রেতারা হলেন- মিজান মিয়া, রিমন আহমেদ, আবু জাফর, আজিজ মিয়া, হারাধন দত্ত, মো. জাহিদ, মো. আলমগীর, আব্দুস সবুর, আজম আহমেদ, জয়নাল আবেদীন, নাসির মিয়া, মানিক মিয়া, মিল্টন মিয়া, শরীফ এবং মিন্টু। অভিযানে একই সবজির দাম একেক বিক্রেতা একেক দামে বিক্রি করার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। কয়েকজন বিক্রেতার স্টলে ওজনে কারচুপির প্রমাণও পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ‘এক কেজি কাঁচা মরিচের দাম এক দোকানে ১৫০ টাকা, কিন্তু পাশের দোকানে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি টমেটো এক দোকানে ১০০ টাকা, পাশের দোকানে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাশের একটি দোকানের সঙ্গে অন্য দোকানের সবজির দামে এতো পার্থক্য হতে পারে না।
কেজি প্রতি সবজিতে ৪০-৫০ টাকা বেশি আদায়ের পক্ষে বিক্রেতারা যৌক্তিক কোনো কারণও দেখাতে পারেননি। এটা সাধারণ মানুষকে জিম্মি করে তাদের ঠকানো। তাই বেশি দামে সবজি বিক্রি এবং ওজনে কারচুপির দায়ে ১৫ সবজি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সাথে বাজার কমিটিকে মনিটরিং কার্যক্রম বাড়ানোর পাশাপাশি ফের যাতে এই ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক করা হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর