চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুন্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩০ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনিট্রাক ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন কুলাল পাড়া এলাকার আবদুস সালামের ছেলে মো. ফারুক (২৯), শাহপরীর দ্বীপ এলাকার নবী হোসেনের ছেলে মো. সেলিম (২৪), সদর থানাধীন লারপাড়া এলাকার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া থানাধীন পাহাড়ীয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)।
শনিবার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চন্দনাইশ ও সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল