কুমিল্লা থেকে স্বামীর খোঁজে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ওই নারীকে হেনস্তা এবং টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় সোহেল, রাসেল এবং মাসুদ নামে আরও তিন জনকে গ্রেফতার করা হয়। রবিবার নগরীর লালখান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপি’র কুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, ধর্ষণের শিকার ওই নারী স্বামীসহ মতিঝর্ণা এলাকায় ভাড়া থাকতেন। মাসখানেক আগে স্বামীর সাথে ঝগড়া করে গ্রামের বাড়ি কুমিল্লায় চলে যায়। পরে স্বামীও গ্রামের বাড়িতে চলে যান। স্বামীকে খোঁজতে সহায়তার আশ্বাস দিয়ে ওই নারীকে গ্রাম থেকে নিয়ে আসেন মনির। গত ৭ নভেম্বর সকালে ওই নারীকে ধর্ষণ করে মনির। বিকেলে ফের মনিরের সহযোগী মুন্না, এমরান, রাসেল মাসুদ, রাজু, দিদার, সোহেল, জাকিরকে নিয়ে তাকে মারধর করে। ওই নারীর সঙ্গে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। রবিবার এ ঘটনা জানতে পেরে মনিরসহ চার জনকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার