চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. হাসেম, মো. শিফাত এবং মোছাম্মদ শাহিদা বেগম।
শুক্রবার রাতে নগরীর কর্ণফুলী থানাধীন ১৫ নম্বর ঘাট এবং হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে মাদক চক্রের আরেক সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই