জনগণের ভোটের অধিকার আদায় আন্দোলনে তরুণ সমাজকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। শুক্রবার বিকালে নগরীর ৫নং মোহরা ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে এখন ভোট প্রয়োগের অধিকার নেই। মত প্রকাশের অধিকার নেই। সব অধিকার লূণ্ঠন করেছে ক্ষমতাসীনরা। এ অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে এ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে আগামী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীকে জেতাতে হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য নাজিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ