চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৩ ঘণ্টা পার হলেও এখনও পর্যন্ত ভোটারদের দেখা মিলছে না কোনো কোনো ভোটকেন্দ্রে। তবে কেন্দ্রের বাইরে দলীয় কর্মীদের ভিড় দেখা গেছে। এ চিত্র বেশি পরিলক্ষিত হচ্ছে চট্টগ্রাম উত্তরের কেন্দ্রগুলোতে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। অনেক কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও অনেক কেন্দ্র আবার ফাঁকা।
সকাল থেকে এমইএস স্কুল, ঘাট ফরহাদবেগ, হামজারবাগ সরকারী প্রাথমিক স্কুল, কদম মোবারক উচ্চ বিদ্যালয়, সিডিএ স্কুল এন্ড কলেজসহ ১০ কেন্দ্রে ঘুরে ভোটার কম দেখা গেছে। কদম মোবারক মুসলিম এতিম খানা বিদ্যালয় কেন্দ্রে মহিলা ভোটার সংখ্যা ২ হাজার ৮০। সকাল ১০টা পর্যন্ত ভোট গৃহীত হয়েছে ৭৮টি। আরও দুটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে সকাল ১০ পর্যন্ত ভোট গৃহীত হয়েছে ১৮টি এবং ১৯টি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল