চট্টগ্রাম নগরীর আলোচিত আগ্রাবাদ এলাকায় একটি গুলির শব্দের সূত্র ধরে উৎসের সন্ধানে নামে পুলিশ। ওই গুলির উৎস্থলে গিয়ে পুলিশের ‘চক্ষু যেন চরকগাছ’ হয়ে যাওয়ার অবস্থা। গুলির উৎস্থলের ছাদে মিলেছে বড়সড় একটি ‘অস্ত্র কারখানা’র। যাতে মজুত রয়েছে বিভিন্ন ধরের অস্ত্র তৈরির সরঞ্জাম। সেখান থেকে গ্রেফতার করা হয় মেহেরুন্নেছা মুক্তা নামের এক নারীকে।
বৃহস্পতিবার রাতে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার বংশালপাড়ায় এ অভিযান চালানো হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ‘বংশালপাড়া এলাকায় ভোট নিয়ে কথা কাটাকাটির জের ধরে শাহ আলম নামের এক ব্যক্তিকে গুলি করে নিজাম খান নামের আরেক ব্যক্তি। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান শাহ আলম। খবর পেয়ে ওই এলাকায় যায় পুলিশ। গুলির উৎসস্থল নিজাম খানের বাসার ছাদ। সেখানে তল্লাশি করে অস্ত্র তৈরির বড়সড় ওই কারখানার সন্ধান মেলে। তাতে দেশীয় তৈরি পাইপগান, এয়ারগান, বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম ও মেশিন পাওয়া যায়।
তিনি বলেন, ঘটনার পরপর নিজাম পালিয়ে গেলেও অভিযানে মেহেরুন্নেছা নামের এক নারীকে গ্রেফতার করা হয়। এ অস্ত্র কারখানার অন্যতম হোতা নিজামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ