চট্টগ্রাম নগরীতে দেয়াল ধসে দুই জন নিহত এবং দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন শহীদ উল্লাহ এবং আল আমিন। শুক্রবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মধ্যে শহীদ উল্লাহ পিডিবি’র গাড়ি চালক এবং আল আমিন ওই এলাকার বাসিন্দা। তিনি মাস্ক বিক্রি করতেন।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বালু সরানোর কাছে নিয়োজিত স্ক্যাভেটর দেয়ালে ধাক্কা দেয়। এতে ভেঙে পড়ে দেয়াল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে দুইজন মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান- জুমার নামাজের পর মসজিদের দেয়ালের পাশে দাঁড়িয়ে মাস্ক বিক্রি করছিলেন আল আমিন। এসময় মাস্ক ক্রয় করতে আসেন শহীদ উল্লাহসহ কয়েকজন। অপর পাশে একটি স্ক্যাভেটর বালি সরানোর সময় দেয়ালো সজোরে ধাক্কা দেয়। এতে দেয়াল ভেঙে চারজন চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মারাত্বক আহত অবস্থায় আল আমিন ও শহীদ উল্লাহকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। এসময় কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল