চট্টগ্রাম গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ফারজানা আক্তার বুলু নামে এক গৃহবধূকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী শরীফ মিয়া এবং সতীন রিনা আকতারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নগরীর খুলশী থানাধীন বাটালি হিল এলাকায় এ ঘটনা ঘটে।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী শরীফ এবং সতীন রিনা আকতার গলা টিপে বুলুকে হত্যা করে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালায়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ওই লাশটি উদ্ধার করা হয়। স্বামী ও সতীনের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তারা খুনের কথা স্বীকার করে। এ ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে।
ওসি বলেন, গ্রেফতার হওয়া শরীফ একাধিক বিয়ে করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে তিনি বাটালি হিল এলাকায় বসবাস করতো। বিভিন্ন বিষয় নিয়ে দুই সতীনের সাথে প্রায় ঝগড়া হতো।
মূলত পারিবারিক কলহের জের ধরেই বুলুকে হত্যা করা হয়। হত্যার পর শরীফ লাশ ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণার পরিকল্পনা করে। এ পরিকল্পনায় তারা প্রাথমিক ভাবে সফলও হয়। পরে পুলিশী জিজ্ঞাসাবাদে আসল রহস্য বের হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর