চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুনে দগ্ধ হয়ে ফাতেমা বেগম নামে ওই নারী মারা যান।
স্থানীয় পৌর মেয়র আবুল কালাম আবু জানান, নিহত ফাতেমা বেগম বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।
বিডি প্রতিদিন/এমআই