চট্টগ্রাম নগরীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক মারা গেছেন। আজ রবিবার সকালে নগরীর কালুরঘাট সেতু এলাকা এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম জিআরপি থানার উপ-পরিদর্শক সৌরভ হোসেন বলেন, নিহত যুবক সাইকেল চালিয়ে সেতু পার হচ্ছিল। এসময় দোহাজারীমুখী একটি যাত্রীবাহী ট্রেন কাটা পড়ে।
তিনি আরও জানান, এ পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর