চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর পতেঙ্গা কাঠগড় জেলেপাড়া এলাকার ৪০ নং ওয়ার্ডের মুসলিমাবাদ খাল পরিষ্কার শুরু করেছে। রবিবার থেকে চসিক খালটি পরিষ্কার অভিযান শুরু করা হয়।
এর আগে গত শনিবার সকালে চসিক প্রশাসক ওই এলাকা পরিদর্শনে গিয়ে খালে ময়লা আবর্জনা দেখে অসন্তোষ প্রকাশ করেন। তাৎক্ষণিক চসিকের পরিচ্ছন্ন বিভাগকে খালটি পরিস্কারের নির্দেশ দেন। পরিচ্ছন্নতা কাজে ড্রাম ট্রাক, এসকেভেটর দিয়ে শতাধিক শ্রমিক ও পরিচ্ছন্ন সেবক কাজে নিয়োজিত ছিলেন।
চসিকের উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী বলেন, ‘চসিকের অনেকগুলো খাল গৃহস্থালী বর্জ্য ফেলার কারণে খালে মশার বংশ বিস্তারের পাশাপাশি পানি প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। প্রশাসকের নির্দেশে এ পর্যন্ত ১৭টি খাল শ্রমিক সেবকদের দিয়ে পরিষ্কার করা হয়েছে। আশা করি নগরবাসী পরিষ্কার করা খালগুলো পরিষ্কার রাখতে সহযোগিতা করবেন।’
বিডি প্রতিদিন/এ মজুমদার