চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে ৩১ নং আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচনে প্রার্থী হবেন তার সহধর্মিণী হাসিনা খানম।
সোমবার তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেন।
হাসিনা খানম বলেন, নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এলাকাবাসীর দোয়া চাই। জনরায়ে কাউন্সিলর নির্বাচিত হয়ে মরহুম তারেক সোলেমান সেলিমের জনসেবার ধারা অব্যাহত রাখতে চাই। একটি আধুনিক ওয়ার্ড গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়ন করতে আমি নির্বাচন করব।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে স্থগিত হওয়া নির্বাচন নতুন তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাচাই ও ১১ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
জানা যায়, আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ছালেহ্র ছেলে তারেক সোলাইমান সেলিম দূরারোগ্য ক্যান্সার আক্রান্ত হলে প্রথমে দেশে চিকিৎসা শুরু করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতার একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে দেশে আনা হয়। এরপর থেকে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই থেকে বিরোধী পক্ষের শত অত্যাচার-নির্যাতন সয়েও তিনি আওয়ামী লীগের আর্দশ ও নীতির উপর অটল ছিলেন। গত ১৮ জানুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন