চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকার ডাস্টবিন থেকে ১ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শিশুটিকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে বায়েজিদের রৌফাবাদের ছোটমণি নিবাসে প্রতিপালনের জন্য পাঠানো হয় বলে জানান পতেঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক শফিউল আলম।
তিনি বলেন, শিশুটিকে মঙ্গলবার বিকেলে সমাজসেবা অধিদফতরের অধীন নগরের বায়েজিদের রৌফাবাদের ছোটমণি নিবাসে রাখার অনুমতি চেয়ে চিফ মহানগর হাকিম উসমান গণির আদালতে আবেদন করলে শুনানি শেষে আদালত ছোটমণি নিবাসে রাখার অনুমতি দেন।
জানা গেছে, পতেঙ্গা থানা এলাকায় সকালেই খালপাড় রোডের চেয়ারম্যান গলির সোলেমান জমিদারের বাড়ির সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার