২ মার্চ, ২০২১ ১৮:১০

চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রাবাসের ছয়টি কক্ষ ভাঙচুর ও কয়েকজন আহত হওয়ার অভিযোগ ওঠে। 

আজ মঙ্গলবার দুপুর তিনটার দিকে চকবাজার চট্টেশ্বরী সড়কে চমেকের প্রধান ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।  

জানা যায়, চমেক ছাত্রাবাসের দ্বিতীয় ও তৃতীয় তলায় ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর কক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে বই খাতা ছিঁড়ে ফেলা ও  চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

তবে সংঘর্ষের পরপরই বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর আগে ছাত্রাবাসে ওঠাকে কেন্দ্র করে গত বছরের ১২ জুলাই ও ১৩ আগস্ট ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় আদালতে মামলাও হয়।

চকবাজার থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্যাম্পাস এখন শান্ত আছে এবং পুলিশ অবস্থান করছে

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর