সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল মহড়া দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে হাশেম খান নামে এক যুবক নিহত হয়েছেন। আগত হয়েছেন আরো কমপক্ষে পাঁচ জন। বুধবার দুপুরে নগরীর ডবলমুরিং থানাধীন ডাম্বুরী মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাশেম খান আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকার বাসিন্দা।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রঙ্গীপাড়া থেকে একদল যুবক সাউন্ড বক্স বাজিয়ে মহড়া দিতে দিতে জাম্বুরী মাঠ এলাকায় আসে। এসময় মহসিন নামে এক স্থানীয় যুবক রিক্স করে যাচ্ছিল। মহড়া নিয়ে মহসিন ও সুমনের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে তা সংঘাতে পরিণত হয়। এতে কয়েকজন আহত হয়। তাদের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা হাশেমকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘ঘটনার পর পর ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ২৪ জনকে আটক করা হয়। তাদের যাছাই বাছাই করে ছেড়ে দেয়া হবে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার