চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার একটি হোটেল থেকে সাইফ আম্মর নামে এক বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাইফ আম্মর আরব আমিরাতের আল আইন এলাকার মোহাম্মদ হ্যাসেল অ্যালেনাদির ছেলে। তার পাসপোর্ট নাম্বর- HFF220608।
জানা যায়, সকাল ১১টার দিকে বাইরে থেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় সাইফকে। পরে ওই বিদেশি নাগরিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
আরব আমিরাতে সাইফের অধীনে কাজ করা বাংলাদেশি নাগরিক সালাউদ্দিন বলেন, গত ১৫ মার্চ আমরা এক সঙ্গে দেশে আসি। দুইদিন ধরে ওই হোটেলে অবস্থান করছি। মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে তিনি তার কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকি করলেও তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘বিদেশি নাগরিকের মরদেহ ময়নাতদন্ত শেষে হাসপাতালের ফ্রিজারে রাখা হয়েছে। বৃহস্পতিবার আরব আমিরাতের দূতাবাসের মাধ্যমে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন