জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন চোখ ধাঁধানো আতশবাজি ও লেজার শো’র এই আয়োজন করেছে। বুধবার (১৭ মার্চ) রাত চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির এম এ আজিজ স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত ৮টার দিকে জন্মগ্রহণ করেছিলেন। তাই ঠিক রাত ৮টায় বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই অনুষ্ঠান উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ