চট্টগ্রামের পটিয়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৩০ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে কমলমুন্সির হাট এলাকায় থেকে তাদের আটক করা হয়। তারা হলেন- দেলোয়ার হোসেন (২৮), মো. জুলহাস (২৪) ও মো. স্বপন (২১)।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিক রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তল্লাশি চালিয়ে মুরগিবহনকারী পিকআপ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা তিনজনকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর