করোনাভাইরাস নিয়ন্ত্রণে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে পতেঙ্গা সমুদ্র সৈকতসহ বিনোদন কেন্দ্রগুলোতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, আশরাফুল আলম ও গালিব চৌধুরী এ অভিযান চালান। এ সময় তারা বিনামূল্যে মাস্কও বিতরণ করেছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটির দিনে উপচেপড়া ভিড় হচ্ছে। যেহেতু করোনার সংক্রমণের হার এবং মৃত্যুর হার বাড়ছে, তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে এসে মানুষকে সচেতন করার লক্ষ্যে মাস্ক বিতরণ করেছি এবং অবহেলায় মাস্ক না থাকার কারণে ৩০ জনকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছি।
তিনি আরও বলেন, আমরা মাইকিং করে বিনোদন কেন্দ্রগুলোতে না আসার জন্য জনগণকে অবহিত করছি। পতেংগা বিচেও মানুষকে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। সবাই যাতে মাস্ক পরিধান করে সেজন্যে আমরা মানুষকে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধ করছি ও মাস্ক বিতরণ করছি। করোনা সংক্রমণ রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আল আমীন