হাটহাজারীতে কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রবিবার দুপুরে হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. আব্দুল খালেক (৩৭)।
রাউজান হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) ছফর উদ্দিন জানান, হাটহাজরী পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার