চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো অঞ্চল।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। আজ রবিবার নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
মেট্রো মাদক নিয়ন্ত্রণ অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, রবিবার নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে হ্যাপী আকতার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার হাজার ৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। একই এলাকায় অপর একটি অভিযান চালিয়ে সনজিত নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়াও বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৭০ পিস ইয়াবা সহ নুর কামাল নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। একই এলাকায় অপর একটি অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ নুরুল বশর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিনিধি/আবু জাফর