চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর।সোমবার আন্দরকিল্লায় চসিক কেবি আবদুস সাত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়।
চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সভা পরিচালনা করেন চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।
জানা যায়, চসিকের বর্তমান পর্ষদের দ্বিতীয় সাধারণ সভার আগে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন ২৯ ভোট পেয়ে প্যানেল মেয়র-১, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ২৭ পেয়ে প্যানেল মেয়র-২ এবং সংরক্ষিত কাউন্সিলর আফরোজা কালাম ২৬ ভোট পেয়ে প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত তিনজনই নতুন মুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার