চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নতুন জেলার হিসেবে পদায়ন করা হয়েছে মুন্সিগঞ্জ কারগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলামকে। গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে তাকে চট্টগ্রামের জেলার হিসেবে পদায়ন করা হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, শূন্য থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার পদে দেওয়ান মো. তারিকুল ইসলামকে পদায়ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তিনি চট্টগ্রাম কারাগারে যোগদান করবেন।
জানা যায়, গত মঙ্গলবার বিকেলে কারা মহাপরির্দশক বিগ্রেডিয়ার জেনালের মোমিনুর রহমান মামুন এক আদেশে তারিকুল ইসলামকে চট্টগ্রাম কারাগারের জেলার হিসেবে পদায়ন করেন। একই আদেশে চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা রফিকুল ইসলামকে ঝিনাইদহ জেলা কারাগারে বদলি করা হয়।
প্রসঙ্গত, গত ৬ মার্চ ভোরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে পালায় ফরহাদ হোসেন রুবেল নামে দুর্ধর্ষ এক অপরাধী। ৯ মার্চ নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে তাকে আটক করে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ। এ ঘটনায় কারারক্ষি নাজিম উদ্দিন এবং ইউনুস মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপর প্রত্যাহার করা হয় জেলার রফিকুল ইসলামকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত