চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় মো. আবুল হাসেম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মো. আবুল হাসেম কুমিরা এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নজরুল ইসলাম বলেন, সকালে ছোট কুমিরা এলাকায় হাসেম মাছ বিক্রি করছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার