চট্টগ্রাম নগরের চান্দগাও থানাধীন বাস টার্মিনালের পাশে পরিত্যক্ত একটি ভবনে শতাধিক মশালের সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত ৮টার দিকে এ মশালগুলোর সন্ধান মিলে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ও পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই ভবনটি ঘিরে রেখেছে।
তবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুহুর্তে চান্দগাঁওয়ে পরিত্যক্ত একটি ভবনে মশালের সন্ধান পাওয়ায় সংশ্লিষ্ট সবার মধ্যে উৎকণ্ঠা ও উদ্বেগ তৈরি হয়েছে। এ ঘটনার পর এলাকার শত শত উৎসুখ জনতা ভবনটির আশপাশে ভিড় করছেন। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ এ ঘটনার কোনো প্রকৃত কারণ পাওয়া যায়নি।
সিএমপির উপ পুলিশ কমিশনার বিজয় বসাক বলেন, পরিত্যাক্ত একটি ভবনে শতাধিক মশালের সন্ধান পাওয়ার পর পুলিশ ভবনটির চারদিকে ঘিরে রাখে। তবে এখনও পর্যন্ত বিষয়টির আদ্যপান্ত বা প্রকৃত কারণ পাওয়া যায়নি। এ ব্যাপারে শুক্রবার বিস্তারিত জানানো হবে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় যে, টার্মিনালের বাম পাশে নির্মাণাধীন পরিত্যক্ত বহুতল ভবনটিতে মশালের মজুদ করা হয়। এ খবরের পর অভিযান চালিয়ে সেখানে শতাধিক মশাল পাওয়া যায়। পরে আরও বিস্ফোরক জাতীয় কিছু থাকতে পারে সন্দেহে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। এ সময় পুরো ভবন ঘিরে রাখে চান্দগাঁও থানা পুলিশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ