পুলিশকে হত্যা চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- ইমাম হোসেন ইমন এবং আরাফাত হোসেন সুমন। বৃহস্পতিবার রাতে নগরীর উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে আকবর শাহ থানা পুলিশ।
আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আকবর শাহ থানার একে খান থেকে ফয়েসলেক পর্যন্ত একটি সিএনজি টেক্সি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। এসময় পুলিশ টেক্সিটি থামানোর চেষ্টা করে। কিন্তু বেপরোয়া গতিতে এটি পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশান মহাজন রোডে গাড়িটির সন্ধানে অভিযান চালানো হয়। তখন ছিনতাইকারী ইমন ও সুমন মিলে এসআই সুফল কুমার দাশকে পুলিশ সদস্যকে ঝাপটে ধরে জবাই করার চেষ্টা করে। তখন আশপাশে থাকা অন্য পুলিশ সদস্যরা বিষয়টি দেখে গুলি ছুঁড়লে আহত হয় ইমন ও সুমন। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই ছিনতাইকারী গ্রেফতার করা হয়।
পুলিশ সিএনজি টেক্সিতে তল্লাশি করে একটি এলজি, এক রাউন্ড গুলি এবং ছিনতাই করা ৫টি মোবাইল সেট ও ছোরা উদ্ধার করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ