বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ট সন্তানদের স্বরণ করেছে চট্টগ্রামবাসী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনুষ্টানমালার মধ্যে ছিল শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন, বধ্যভূমিতে গিয়ে হারানো স্বজনদের স্মরণ, কুচকাওয়াজ, সভা-সমাবেশসহ নানান আয়োজন।
শুক্রবার (২৬ মার্চ) সকালে পুলিশের সশস্ত্র অভিবাদনের মধ্যদিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা দিবসের আনুষ্টানিকতা শুরু হয়। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধারাও শহিদ মিনারে ফুল দেন।
এরপর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ফুল দেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বিভিন্ন সংস্থার কার্যালয়ের পক্ষ থেকে ফুল দেয়া হয়। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগেসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বিপ্লবী উদ্যানে শ্রদ্ধা নিবেদন করে।
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত