ওরা দুর্ষর্ধ মোটরসাইকেল চোর চক্র। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে মোটরসাইকেল চুরি করায় তাদের পেশা। অবশেষে এ চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলেন, মিল্টন সরকার ওরফে মিল্টন কুমার সাহা, মেহেদী হাসান, মাহমুদুল হাসান, আনোয়ারুল ইসলাম, রফিকুল ইসলাম রিপন, মো. ওবায়দুল কাদের, মো. শাখাওয়াত হোসেন ওরফে রুবেল হোসেন, শাহাদাত হোসেন সাজ্জাদ ও মো. রিয়াজ প্রমুখ।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক এবং সামাজিক অনুষ্ঠানকে টার্গেট করে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়। নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছে থেকে চুরি করা ২০টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন