চট্টগ্রামে ট্রাকের চাপায় মো. তুহিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তুহিন আগ্রাবাদ এলাকার একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বন্দর থানার ওসি নিজাম উদ্দিন বলেন, নিহত তুহিন সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মারাত্বকভাবে আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন