চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় আম গাছ থেকে পড়ে নেছার আলী বাবর (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১২টায় সদরঘাটের শাহাজাহান হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেছার আলী বাবর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকার মৃত মোজহারুল হকের ছেলে।
জানা যায়, বুধবার রাতে আম পাড়ার জন্য গাছে উঠলে সেখান থেকে পড়ে যান নেছার আলী। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা বোখারি আজম বলেন, বৃহস্পতিবার দুপুরে জাকির হোসেন মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘রাত সাড়ে ১২টার সময় গাছ থেকে পড়া নেছার আলী বাবরকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
বিডি প্রতিদিন/এমআই