শিরোনাম
৭ মে, ২০২১ ২০:৩৮

নাশকতার মামলায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নাশকতার মামলায় জামায়াতের দুই নেতা গ্রেফতার

নাশকতার ঘটনার সাথে জড়িত থানার অভিযোগে করা মামলায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বাঁশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াত ইসলামীর আমির জহিরুল ইসলাম ও নগরীর ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির মো. নূর হোসেন মাস্টার। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক বলেন, ‘বাঁশখালীতে নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা জহিরুল ইসলামকে নগরীর টেরিবাজার থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাঁশখালীতে নাশকতার ঘটনা ছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।’

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘১৪ এপ্রিল চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদে কোভিড-১৯ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টি ও পুলিশের ওপর হামলার ঘটনায় নুর হোসেন জড়িত রয়েছে। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক মামলাও রয়েছে।’ 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর