চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে মারসা পরিবহনের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে আইয়ুব উদ্দীন (৩৫) নামে এক যুবক নিহত এবং দুইজন আহত হয়েছেন।
আজ বুধবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব উদ্দীন ওই ইউনিয়নের ইয়াকুব নবীর ছেলে। আহত নাছির উদ্দীন (৩৫) ও মিতা (৩৫) নামে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুস ছবুর বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠার চেষ্টা করলে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আইয়ুব উদ্দীন নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর