চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘরকে ‘মহান মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর’ নামকরণের দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশ ও নগরীর চান্দঁগাও থানা ছাত্রলীগ। এই দাবিতে মঙ্গলবার মানববন্ধন ও চট্টগ্রাম জেলা প্রশাসককে পৃথকভাবে স্মারকলিপিও দেয়া হয়েছে।
পৃথকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন করা হয়। অন্যদিকে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দগাঁও থানা ছাত্রলীগ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের নেতৃত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির, ছাত্রলীগ নেতা নিজাম উদ্দিন শিমুল, মেহেদী হাসান, নাঈম উদ্দীন আজাদ, আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, মোমিনুল ইসলাম মোহন, আলতাফ, কাজী পাপন, শোয়েবুর রহমান কনক প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান থেকে জিয়াউর রহমানের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে চান্দগাঁও থানা ছাত্রলীগ। চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি দেন তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার