চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চর খাগরিয়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে মো. পেয়ারু (৪০) নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬১৮ পিস ইয়াবা ও ১২৬ গ্রাম গাঁজা।
সোমবার (১৮ আগস্ট) রাতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। আটক পেয়ারু চর খাগরিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং নজি মিয়ার ছেলে।
চন্দনাইশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানান, পেয়ারু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/মুসা