চট্টগ্রামের মীরসরাই উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় শাহীন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড় দারোগারহাট বাজার এলাকার কমরআলী সড়কের মাথায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বেগম চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পালিসাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম জাকির হোসেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানটি ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা