প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনা সহায়তা তহবিল ও হাউজ কনস্ট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্সে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে মুখ্য সচিব আহমেদ কায়কাউসের হাতে গত বৃহস্পতিবার (১০ জুন) অনুদানের চেক তুলে দেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর