চট্টগ্রাম নগরীর একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. সারোয়ার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সারোয়ার বাঁশখালী থানার পশ্চিম চাম্বল এলাকার মৃত খোরশেদের ছেলে। মঙ্গলবার পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত ৮ তলা ভবন থেকে পড়ে যায় সারোয়ার। সেখান থেকে পাঁচলাইশ থানা পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার