চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকার একটি বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মঙ্গলবার তাকে বরখাস্ত করে। তাছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটিও গঠন করা হয়েছে।
চসিকের গঠিত কমিটির সদস্যরা হলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তার, চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি।
তবে এ ঘটনায় অভিযুক্ত স্বাস্থ্যকর্মী বিষু দে এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। অভিযুক্ত স্বাস্থ্যকর্মী চুক্তি ভিত্তিতে চসিকের মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করতেন।
চসিকের সচিব খালেদ মাহমুদ বলেন, অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করা হয়েছে। সে চসিকে চুক্তি ভিত্তিক কাজ করত। তাছাড়া এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না কিংবা কীভাবে টিকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে তা বের করতে তদন্ত কমিঠি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
প্রসঙ্গত, গত শনিবার এমডি হাসান নামে এক যুবক ফেসবুকে বাসায় টিকা নেওয়ার একটি ছবি পোস্ট করে। পরে সেটি পুলিশের নজরে আসে। এরপর তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিষু দে নামে চসিকের এক স্বাস্থ্যকর্মী এই টিকাকাণ্ডে জড়িত। এ ঘটনায় গত সোমবার খুলশী থানায় একটি মামলা করেছে চসিক। পরে দুইজনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এমআই