চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সলিমুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা এবং ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
প্রবীণ এ বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মো. নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার