চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেইট এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. মাসুদুর রহমান (৫০) নিহত হয়েছেন। বুধবার দুপুরে মেয়র গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।
জানা যায়, ২ নম্বর গেইট এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এএসআই মো. মাসুদুর রহমান গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার