চট্টগ্রামে অবৈধ অস্ত্র বিক্রিতে সম্পৃক্ততার অভিযোগে হুইপ সামশুল হকের ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের বাড়ির কেয়ারটেকারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কেয়ারটেকার মো. কায়েস এবং তার দুই সহযোগী নজরুল ইসলাম আনু ও সাজ্জাদ হোসেন সজীব। অভিযানের সময় তাদের থেকে একটি এলজি ও কার্তুজ জব্দ করা হয়।
মঙ্গলবার সারা দিন পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে কায়েস নবাবের কেয়ারটেকার তা পুলিশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কায়েসের বাড়ি পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে।
পুলিশের একাধিক সূত্র জানায়, কায়েস নবাবের বাড়ির কেয়ারটেকার। কায়েস আনু ও সাজ্জাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছেন। তারা নবাবের পৃষ্ঠপোষকতায় আন্তজেলা ডাকাত দলের কাছে অস্ত্র সরবরাহ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, মঙ্গলবার দুপুরে বক্সিরহাটে নিয়মিত টহলের সময় অস্ত্রসহ কায়েসকে গ্রেফতার করা হয়। এ সময় তার থেকে একটি এলজি ও কার্তুজ জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আনু ও সাজ্জাদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ চক্রের কয়েকজন সদস্যের নাম উঠে এসেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।