চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া হুইপ সামশুল হক চৌধুরীর ভাই মুজিবুল হক চৌধুরী নবাবের বাড়ির কেয়ারটেকার মো. কায়েসসহ তিন অস্ত্র ব্যবসায়ীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বক্সিরহাট সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘গ্রেফতারকৃত তিনজনকে আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
জানা যায়, গত মঙ্গলবার বেলা পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বক্সিরহাট সড়ক এলাকা থেকে মো. কায়েসকে একটি দেশি এলজি, এক রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত আরও দুইজনকে হালিশহর থানার মুহুরী পাড়ার উত্তর আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মো. কায়েস (২৩) পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের শোভনদণ্ডী এলাকার ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মো. ফিরোজের ছেলে। তিনি হুইপ সামশুল হক চৌধুরীর ছোটভাই মুজিবুল হক চৌধুরী নবাবের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। অন্যরা হলেন- ডবলমুরিং থানার ২৭ নম্বর ওয়ার্ড সিডিএ ২৬ নম্বর বাদশা মিঞার বাড়ির সামছুল আলমের ছেলে নজরুল ইসলাম আনু (২৫) ও সদরঘাট থানার দারোগারহাট রোড পূর্ব মাদারবাড়ীর মুক্তিযোদ্ধা গলি লালু মিঞার বাড়ির লালু মিঞার ছেলে সাজ্জাদ হোসেন সজীব (২৭)।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন