চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজল দাস (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত কাজল দাস নগরীর পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী জেলে পাড়ার দিলীপ দাসের ছেলে। তিনি ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
আজ শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানান ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজ্জাক। তিনি বলেন, কোনও একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে আইনগতভাবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত