চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চল। সোমাবার নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের মেট্রো অঞ্চলের সহকারি পরিচালক এমদাদুল ইসলাম বলেন, সোমবার নগরীর বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড এলাকায় অভিযান চালিয়ে ২৯৫০ পিস ইয়াবাসহ মো. আলমগীর নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কর্ণফুলী থানাধীন রাঙাদিয়া এলাকায় অপর একটি অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এমরান হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন